Rules & Regulation

নিয়ম-কানুন


ক) কোনো আবাসিক ছাত্র হাউসে আসার সময় মূল্যবান দ্রব্যাদি যেমন-রেডিও, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, সোনার আংটি, দামি ঘড়ি অথবা নগদ টাকা আনতে পারবে না।

 

খ) কলেজ কর্তৃক অনুমোদিত পোশাক ছাড়া কোনো প্রকার রঙিন পোশাক আনতে পারবে না। লুঙ্গি ব্যবহার অনুমোদন করা হয় না, পক্ষান্তরে ঘুমানোর পোশাক ব্যবহার করতে পারবে।

 

গ) সুতি বা টেট্রনের পোশাক আনতে হবে। কিন্তু সিল্ক বা অনুরূপ দামি পোশাক আনা যাবে না।

 

ঘ) প্যান্টের ঘের অসঙ্গতিপূর্ণ হতে পারবে না। বড়দের জন্য অনুমোদিত ঘেরের পরিমাণ হচ্ছে   ২'০'' । প্যান্টের সোজা কাটিং হতে হবে। ফ্যান্সি ডিজাইন ব্যবহার করা যাবে না।

 

ঙ) হাফ-হাতা বা ফুল-হাতা শার্ট যেমন পোশাকের তালিকায় উল্লেখ করা হয়েছে, সেরূপ তৈরি করতে হবে। শার্টে ঢাকনা ছাড়া বুকে একটি পকেট থাকবে।

 

চ) নিচু হিলওয়ালা কালো রং-এর জুতা (অক্সফোর্ড সু) ছাত্রদের দিতে হবে।

 

ছ) শীতকালে ব্লেজার/কোটের পরিবর্তে ব্লু পুলওভার/সোয়েটার দেয়া যেতে পারে। তবে তাতে রঙিন কারুকার্য থাকতে পারবে না।

 

জ) প্রতি সাময়িকের শুরুতে ৬ মাসের মত ব্যবহার করা যায় এমন পরিমাণ টয়লেটের সামগ্রী ছাত্রদের সঙ্গে দিতে হবে। ছাত্রদেরকে এগুলো বাইরে গিয়ে ক্রয় করতে দেয়া হয় না এবং অভিভাবককে সাক্ষাতের নির্দিষ্ট তারিখ ব্যতীত এগুলো নিয়ে কলেজে/ হাউসে আসতেও দেয়া হয় না।

 

ঝ) হাউসে আসার পূর্বেই ছাত্রদের চুল ছোট করে ছেঁটে আসতে হবে।

 

ঞ) ছুটি কাটানোর পর অবশ্যই নির্ধারিত তারিখে ছাত্রকে হাউসে ফিরে আসতে হবে। গুরুতর অসুস্থতা ছাড়া কোনো কারণেই অতিরিক্ত সময় স্বগৃহে অবস্থান করতে পারবে না। তবে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে আগেই ডাক্তারী সনদপত্রসহ অধ্যক্ষের নিকট ছুটি মঞ্জুরের জন্য আবেদন করতে হবে।

 

ট) ক্লাস/পরীক্ষা চলাকালীন জন্মদিবস পালন, বিয়ের অনুষ্ঠান, উরশ, মিলাদ-মাহফিল ইত্যাদি উপলক্ষে ছুটির অনুরোধ করা যাবে না। এগুলো শুধু সংশ্লিষ্ট ছাত্রেরই লেখাপড়ায় একনিষ্ঠ মনোযোগ নষ্ট করে না, বরং তার শ্রেণির অন্য ছাত্রদেরও বাড়ি যাওয়ার প্রতি প্রবণতা বাড়িয়ে দেয় এবং পাঠগ্রহণ ব্যাহত করে।

 

ঠ) আবাসিক ছাত্রদের সঙ্গে অভিভাবকদের অনির্ধারিত তারিখে সাক্ষাৎ কলেজের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত করে এবং অন্য ছোট ছেলেদের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই অভিভাবকদেরকে একাডেমিক ক্যালেন্ডারে ঘোষিত নির্ধারিত তারিখে তাদের পুত্র/প্রতিপাল্যকে দেখতে আসার জন্য অনুরোধ করা হল।

 

ড) এ পুস্তকের ৬ পৃষ্ঠার ৫ নং ধারা মোতাবেক প্রত্যেক অভিভাবককে কলেজের বেতনাদি যথাসময়ে পরিশোধ করতে হবে।

 

ঢ) কলেজটি মূলত আবাসিক প্রতিষ্ঠান হওয়ায় কোনো আবাসিক ছাত্রকে অনাবাসিক করার জন্য অভিভাবক অনুরোধ করবেন না। এ ব্যাপারে অভিভাবকগণের সহযোগিতা একান্ত কাম্য।

 

পোশাকের তালিকা

 

ক) গ্রীষ্মকালীন পোশাক :

          (১) সাদা হাফ শার্ট: ৬ টি       

          (২) নেভি ব্লু হাফ প্যান্ট:  ৬ টি (৬ষ্ঠ শ্রেণি ও তদূর্ধ শ্রেণির ছাত্রদের জন্য ৩ টি)

          (৩) কলার ছাড়া হাফ হাতা সাদা গেঞ্জি:  ৪ টি        

          (৪) সাদা ফুল ��ার্ট:  ৬ টি

          (৫) সাদা ফুলপ্যাণ্ট : ৪টি                           

          (৬) স্লিপিং স্যুট (যে কোনো রং-এর) : ৩টি 

          (৭) সাদা স্যান্ডো গেঞ্জি : ৬টি      

          (৮) সাদা রুমাল : ২টি    

          (৯) মুখ মোছার তোয়ালে : ২টি

          (১০) সাদা ক্যানভাস জুতা (প্রতি পর্বে নতুন এক জোড়া) : ১ জোড়া

          (১১) কালো জুতা (অক্সফোর্ড) : ১ জোড়া   

          (১২) গোছলের তোয়ালে : ২টি     

          (১৩) সাদা মোজা : ৬ জোড়া      

          (১৪) সাদা পাজামা : ২টি 

          (১৫) সাদা পাঞ্জাবী : ৩টি 

          (১৬) সাদা টুপি (মুসলিম ছাত্রদের জন্য) : ৩টি (১টি গোল ও ২টি কিস্তি)

          (১৭) জাঙ্গিয়া : ৩টি 

          (১৮) চামড়ার স্যান্ডেল : ১ জোড়া 

          (১৯) স্পঞ্জের স্যান্ডেল : ১ জোড়া

 

খ। শীতকালীন পোশাক : 

(১) কম্বল : ১ টি  

 (২) নেভি ব্লু সোয়েটার : ২টি (১টি হাফ, ১টি ফুল)

 

গ। বিছানাপত্র :

          (১) তোশক (৬’  × ৩’  ) : ১ টি   

(২) শতরঞ্জি (৬’  × ৩’  ) : ১ টি

          (৩) নীল মশারি (৬’  × ৩’  ) : ১টি

(৪) বালিশ:  ১ টি

          (৫) বালিশের কভার: ৩টি (সাদা)  

(৬) বিছানার সাদা চাদর: ২টি

          (৭) নেভি ব্লু রং-এর বিছানার চাদর:  ২টি

 

ঘ। অন্যান্য সামগ্রী :

          (১) স্কুল ব্যাগ: ১টি       

(২) ট্রাভেল ব্যাগ: ১টি

          (৩) ছাতা বা রেইন কোট: ১টি

          (৪) পানির বালতি: ১টি (মাঝারি)

          (৫) চাবিসহ তালা: ১টি (লকারের জন্য)

(৬) কালো বেল্ট (বকলেস ছাড়া): ১টি

 

ঙ। কলেজ টাই, বর্ষপঞ্জি, সিলেবাস, নামফলক, ব্যাজ, পরিচয়পত্র (কলেজ থেকে অর্থের বিনিময় দেয়া হবে)

 

চ) টয়লেট দ্রব্যাদি : টুথ ব্রাশ, টুথ পেস্ট, মাথার তৈল, ক্রিম, আয়না, চিরুনী, শেভিং ব্রাশ, সাবান কেস, পাউডার, সাবান (গায়ে মাখা), সাবান (কাপড় কাচা), সু-পলিশ (কালো), সু-ব্রাশ ইত্যাদি প্রয়োজনমতো অভিভাবকবৃন্দ কর্তৃক প্রত্যেক পর্বের শুরুতে সরবরাহ করতে হবে।

 

ছ। স্টেশনারি : রাফ খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল, পাণ্ডা রং তুলি, প্যাস্টেল রং ইত্যাদি।

 

প্রয়োজনীয় নির্দেশাবলি :

 

আবাসিক ছাত্রদের পোশাকে সংক্ষিপ্ত নাম ও কলেজ নম্বর অংকিত থাকতে হবে। এরূপ চিহ্নহীন পোশাক হারালে কলেজ কর্তৃপক্ষ দায়ী হবে না। অভিভাবকগণ তাঁদের পুত্র/ প্রতিপাল্যের পোশাকের তিন কপি তালিকা প্রস্তুত করবেন। অভিভাবকগণ এক কপি নিজের নিকট রাখবেন এবং দুই কপি কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিবেন। নির্ধারিত পোশাকের চেয়ে কম পোশাক নিয়ে এলে ছাত্রকে হাউসে গ্রহণ করা হবে না। পোশাকের স্বল্পতা হেতু কোনো ছাত্রকে যদি গৃহে ফেরত পাঠানো হয় তার দায়-দায়িত্ব অভিভাবককেই গ্রহণ করতে হবে। নির্ধারিত তালিকার বাইরে কোনো পোশাক ছাত্রদেরকে দেয়া যাবে না।