DRMC Math Club

 

ক্লাব পরিচিতিঃ

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের গণিত ক্লাব DRMC Math Club। বিদ্যাপীঠের একজন শিক্ষার্থীও যেন গণিতকে ভয় না পায়, এমন একটি পরিবেশ তৈরীর লক্ষ্যে ২০১৯ সালের ৬ ই আগস্ট থেকে যাত্রা শুরু হয় ক্লাবটির। ক্লাবটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে তাদের মাঝে গণিতের আনন্দকে ছড়িয়ে দেয়া। ক্লাবটির অন্যতম একটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে একাডেমিক গণিতের পাশাপাশি গণিত অলিম্পিয়াডের জন্য যোগ্যরূপে প্রস্তুত করে তোলা। সে লক্ষ্যে গণিত ক্লাব নিয়মিত গণিত ওয়ার্কশপ ও বিভিন্ন গণিত অলিম্পিয়াডের আয়োজন সহ বিভিন্ন গাণিতিক  কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত বিষয়ক যাবতীয় সহায়তা প্রদান করে আসছে।  কলেজের অন্যতম সবচেয়ে সক্রিয় এই ক্লাবটি সবসময়ই নিজেদের ছাত্রদের গণিত ও ব্রেইন গেমসে ভীতি দূর ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অ��িচল।

 

ক্লাব ওয়েবসাইটঃ

ডিআরএমসি ম্যাথ ক্লাব নিজেদের কাজগুলো আরো সুন্দর ও গোছালোভাবে সম্পাদনের লক্ষ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি করছে। ওয়েবসাইটির ঠিকানা- https://www.drmcmathclub.com/

 

কার্য নির্বাহী পরিষদঃ

ক্লাবের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যনির্বাহের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনিবার্হী কমিটি রয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:

 

প্রেসিডেন্ট আফিফ ছিদ্দিকী [কলেজ কোড-৭৫৬৪, দ্বাদশ-এফ (দিবা)]

জেনারেল সেক্রেটারি অর্জন রহমান [কলেজ কোড-৭৫১১, দ্বাদশ-ই (দিবা)]

ভাইস প্রেসিডেন্ট (দিবা) শাহরিয়ার জামান [কলেজ কোড-৭৪৭৩, দ্বাদশ-জি (দিবা)]

ভাইস প্রেসিডেন্ট  (প্রভাতি) : আবরার ফাইয়াজ [কলেজ কোড-৭৫৬৪, দ্বাদশ-এফ (প্রভাতি)]

জয়েন্ট সেক্রেটারি সৈয়দ তানভীর ইসলাম [কলেজ কোড-৭৫২০, দ্বাদশ-জি (দিবা)]

অরগানাজিং সেক্রেটারি  আফিয়াদ তাজরিয়ান [কলেজ কোড-১৩৫০৪, দ্বাদশ-এফ (দিবা)]

পাবলিক রিলেশনস সেক্রেটারি : তাহমিদ ইজতিহাদ [কলেজ কোড-৭৫৪৫, দ্বাদশ-এফ (দিবা)]

অলিম্পিয়াড সেক্রেটারি তানিমুল বারি ইশমাম [কলেজ কোড-৮৬৮৩, দ্বাদশ-ডি (দিবা)]

ট্রেজারার আজরাফ আকীল [কলেজ কোড-৭৫৭৮, দ্বাদশ-এফ (দিবা)]

 

ক্লাব মডারেটরবৃন্দঃ 

অনাদিনাথ মন্ডল

সহকারী অধ্যাপক

গণিত বিভাগ

 

মোঃ হাসান মাহমুদ আবু বক্কর সিদ্দিক 

প্রভাষক 

গণিত বিভাগ

 

মোঃ আবু সালেহ

প্রভাষক 

গণিত বিভাগ

 

কার্যক্রমঃ

* রেমিয়ানদের জন্য ১৩ টি গণিত ওয়ার্কশপের (অফলাইন ও অনলাইন) আয়োজন করা হয়েছে।

* স্পিড কিউবিং ওয়ার্কশপ (অফলাইন) আয়োজিত হয়েছে।

* দেশজুড়ে ১৪ দিনব্যাপী ম্যাথম্যাটিকাল ই- টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।

* সবার জন্য উন্মুক্ত ই-ম্যাথ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

* বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২০ এর প্রস্তুতি হিসেবে ক্লাব ফেসবুক পেইজ থেকে প্রস্তুতিমূলক গণিত সেশন এর আয়োজন করা হয়।

* ক্লাব ফেসবুক পেইজ থেকে আন্তর্জাতিক পদকজয়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

* সাপ্তাহিক অনলাইন প্রব্লেম সলভিং অনুষ্ঠিত হয়।

* করোনা মহামারী তে গণিত চর্চা অব্যাহত রাখার জন্য অনলাইন গাণিতিক আর্টিকেল ও ফান ফ্যাক্টস প্রকাশ করা হয়।

* স্পিড কিউবিং ও সুডোকু বিষয়ক অনলাইন গাইডলাইন প্রকাশিত হয়।

* রেমিয়ানদের জন্য অন্তঃপ্রতিষ্ঠান অনলাইন ম্যাথ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

* রেমিয়ানদের মধ্যে গণিতের ভালোবাসা ও শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০২১ খ্রিস্টাব্দে ৬ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ইন্ট্রা-ফেস্টের আয়োজন করা হয়।

*২০২২ ও ২০২৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে সফল রেমিয়ানদের জন্য অলিম্পিয়াডের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে একাধিক অনলাইন ও অফলাইন ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

* রেমিয়ানদের গণিত বিষয়ক সার্বিক সহায়তা ও তাদের গণিত এর প্রতি ভীতি দূর করতে অনলাইন প্লাটফর্মে দলগত আলোচনা করা হয় এবং হ্যান্ড নোট, ওয়ার্কশপ ও গাইড লাইন প্রদান করা হয়।

* ২০২৩ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারী সারাদেশব্যাপী ৪৭ টি স্কুল-কলেজের ৯ শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয় ‘DRMC Math Club & DNC Presents 1st National Math Seminar’, এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেশবরেণ্য প্রফেসর ড মোহাম্মদ কায়কোবাদ স্যার ও অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সকাল রায়, সাদমান সাদিক প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের মান্যবর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যার।

* ২০২৩ খ্রিস্টাব্দের ৮ মার্চ আয়োজিত হয় ‘DRMC Math Club & DSD Power Tech Presents Inroduction to Olympiads’ শীর্ষক সেমিনার। এতে ১৪ মার্চ পাই দিবস, বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের অদ্যোপান্ত রেমিয়ানদের সামনে উপস্থাপন করেন বক্তারা।

 

অর্জনঃ

* বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২১ এর আঞ্চলিক পর্বে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে প্রায় ২০০ জন ছাত্র উত্তীর্ণ হয়।

 * ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের গণিত টিম "Scholastica International Math Summit 2020" এ সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

হায়ার সেকেন্ডারি টিমঃ 

মিতুল রহমান অন্তর 

শ্রেণিঃ HSC 2020(প্রভাতি) 

কলেজ নং- 16538

  • আহমেদ ইত্তিহাদ হাসিব

শ্রেণিঃ HSC 2020 (প্রভাতি) 

কলেজ নং- 16915

  • মীম মাহিজুর রহমান 

শ্রেণিঃ HSC 2021

কলেজ নং- 11687

  • সিজরাতুল মাহমুদ 

শ্রেণিঃ HSC 2021

কলেজ নং- 11674

 

সেকেন্ডারি টিমঃ

  • এম এম ফাহাদ জয় 

শ্রেণি- SSC 2020 (প্রভাতি)

কলেজ নং-16345 

  • খাজা আসিফ করিম শ্রমী

শ্রেণি- SSC 2021(দিবা)

কলেজ নং- 11392

  • আজমাঈন আসিফ

শ্রেণি-SSC 2020 (প্রভাতি)

কলেজ নং-16334

  • আফিফ সিদ্দিকী 

শ্রেণি- SSC 2021 (দিবা)

কলেজ নং- 7564

 

* ডিআরএমসি গণিত ক্লাব 'SIMS:2021'  Team vs Team segment এ জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয় অর্জন করে।

 

জুনিয়র টিম

  • রাধ চৌধুরী 

শ্রেণি- অষ্টম (দিবা)

কলেজ নং- 1540146 

  • শারাফ মোহাম্মদ জারাফ 

শ্রেণি-অষ্টম (দিবা)

কলেজ নং- 8835 

  • সাবিত ইবতিসাম আনান 

শ্রেণি-অষ্টম( দিবা)

কলেজ নং- 10327 

  • ওমর বিন আরিফ

শ্রেণি- অষ্টম (দিবা)

কলেজ নং- 1540055

 

সেকেন্ডারি 

  • আফিফ সিদ্দিকী 

শ্রেণি- SSC 2021 (দিবা)

কলেজ নং- 7564

  • খাজা আসিফ করিম শ্রমী

শ্রেণি- SSC 2021(দিবা)

কলেজ নং- 11392

  • রাশিদুল ইসলাম আবিদ 

শ্রেণি- SSC 21(দিবা)

কলেজ নং- 8830

  • কে এম ইশমাম হোসেন 

শ্রেণি-SSC21 (দিবা)

কলেজ নং- 13509

 

*Mastermind Inter-School Math Fiesta 2021 প্রতিযোগিতার Calc-Combat Segment  এ ডিআরএমসি ম্যাথ ক্লাব সেকেন্ডারি টিম বিজয় অর্জন করে।

 

সেকেন্ডারি টিম

  • আফিফ ছিদ্দিকী 

শ্রেণি- SSC 2021 (দিবা)

কলেজ নং- 7564

  • খাজা আসিফ করিম শ্রমী

শ্রেণি- SSC 2021(দিবা)

কলেজ নং- 11392

  • রাশিদুল ইসলাম আবিদ 

শ্রেণি- SSC 21(দিবা)

কলেজ নং- 8830

  • কে এম ইশমাম হোসেন 

শ্রেণি-SSC21 (দিবা)

কলেজ নং- 13509

 

* কলেজের প্রায় দুই শতাধিক ছাত্র বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২১ এর আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হয়। এছাড়াও জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার গৌরবও অর্জন করে অনেক ছাত্র।

 

*২০২২ খ্রিস্টাব্দে আয়োজিত বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হয় কলেজের ৯৫ জন শিক্ষার্থী।

 

* ২০২৩ খ্রিস্টাব্দে আয়োজিত বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হয় কলেজের ১৬১ জন শিক্ষার্থী ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয় ২২ জন শিক্ষার্থী।

 

* DRMC Math Club এর সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ ইত্তিহাদ হাসিব (HSC 2020 ; শিফট-প্রভাতি ; কলেজ নং-16915) "International Mathematical Olympiad 2020" এ বাংলাদেশ গণিত টিমের হয়ে রৌপ্য পদক জয়ের গৌরব অর্জন করেন। এছাড়াও তিনি  "Asia Pacific Mathematics Olympiad 2020" এ রৌপ্য জয় করেন এবং বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ নম্বর পান। 

 

*DRMC Math Club এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ আল আলম (HSC 2022 ; শিফট-প্রভাতি) "International Mathematical Olympiad 2021" এ বাংলাদেশ গণিত টিমের হয়ে অংশগ্রহণ ও "International Mathematical Olympiad 2022"  এ বাংলাদেশ গণিত টিমের হয়ে অনারেবল মেনশন পাওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও তিনি  "8th Iranian Geometry Olympiad" এ ব্রোঞ্জ জয় করেন।

 

*DRMC Math Club এর ভলিন্টিয়ার রাদ চৌধুরী (SSC 2023 ; শিফট- দিবা) "Open World Astronomy Olympiad 2022" এ এ ব্রোঞ্জ জয় করেন।

 

*

 

*স্পিড কিউবিং কম্পিটিশন 

মোঃসিয়ম চৌধুরী

শ্রেণিঃ দ্বাদশ(প্রভাতি)

কলেজ নং- 17676

 

1.Tiger it Foundation presents JU CSE Fest 2019 JU, Dhaka)

333 event - 2nd

 

2. Knights Cubing Open 2019 (st.joseph, Dhaka)

333 event - 3rd

Megaminx event - 2nd

 

3. Meghna petroleum ltd presents EEE day 2019 KUET, Khulna)

333 event - 1st

 

4. Cubing Fest Chittagong 2019 ( Chittagong Collegiate School and College,

Chittagong)

333 event - 1st

 

5. RFL Plastic presents SAGC 4th National Science Festival 201819 SAGC,

Dhaka)

333 event - 2nd

 

6. IUB EEE Day 2019 IUB, Dhaka)

333 event - 3rd

 

7. Appointed as 1st Bangladeshi World Cube Association Delegate

 

8. Sciecopath Cubing Carnival 2021 ( online)

Sciecopath Chittagong Government High School Science Club)

333 event - 2nd

 

যোগাযোগঃ

মোবাইল নম্বর- ০১৯৭৩০৯৩৮৯৪

ফেসবুক পেজ- https://www.facebook.com/DRMCMC/

ওয়েবসাইট- https://www.drmcmathclub.com/