Jobs & Vacancies


 




 

 

 

 

 

 

 

পত্র নং-প্রশাঃ/৪৩৫৫/২০১৪                                                                                                                                          তারিখ : ১২ নভেম্বর ২০১৪ 

 

নিয়োগ বিজ্ঞপ্তি

 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

ক্রমিক

পদের নাম

পদ সংখ্যা

বেতন স্কেল

শিক্ষাগত যোগ্যতা

প্রভাষক, বাংলা

০৮ জন

১১০০০-৪৯০×৭-১৪৪৩০-ইবি-৫৪০×১১-২০৩৭০

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অনার্স ডিগ্রি।

প্রভাষক, ইংরেজি

০৪ জন

প্রভাষক, গণিত

০২ জন

প্রভাষক, পদার্থ বিজ্ঞান

০১ জন

প্রভাষক, রসায়ন বিজ্ঞান

০১ জন

প্রভাষক, প্রাণিবিদ্যা

০১ জন

প্রভাষক, উদ্ভিদবিদ্যা

০১ জন

প্রভাষক, অর্থনীতি

০১ জন

প্রভাষক, পৌরনীতি

০১ জন

১০

প্রভাষক, ইতিহাস

০১ জন

১১

প্রভাষক, ইসলাম শিক্ষা

০২ জন

১২

প্রভাষক, ব্যবস্থাপনা

০১ জন

১৩

প্রদর্শক (গণিত)

০১ জন

৮০০০-৪৫০×৭-১১১৫০-ইবি-৪৯০×১১-১৬৫৪০

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে গণিতসহ বি.এস.সিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিগ্রিধারী অথবা গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

১৪

প্রদর���শক (পদার্থ)

০১ জন

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে পদার্থ বিজ্ঞানসহ বি.এস.সিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিগ্রিধারী অথবা পদার্থ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

১৫

গ্রন্থাগারিক

০১ জন

১১০০০-৪৯০×৭-১৪৪৩০-ইবি-��৪০×১১-২০৩৭০

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সে øাতকসহ øাতকোত্তর পর্যায়ে দ্বিতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত অথবা øাতক সম্মানসহ øাতকোত্তর পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত অথবা ০৪ বছর মেয়াদী øাতক সম্মান ডিগ্রিসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

১৬

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

০১ জন

৮০০০-৪৫০×৭-১১১৫০-ইবি-৪৯০×১১-১৬৫৪০

সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৪ (চার) বছর মেয়াদী প্রকৌশলে(সিভিল) ডিপ্লোমা অথবা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে øাতক পর্যায়ের ডিগ্রি/সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

১৭

ডাটা কন্ট্রোল অপারেটর

০১ জন

৮০০০-৪৫০×৭-১১১৫০-ইবি-৪৯০×১১-১৬৫৪০

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে বিজ্ঞানে স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত এবং কম্পিউটার বিজ্ঞান/তথ্য ও যোগাযোগ প্রযু���্তি বিষয়ে কমপক্ষে ০২ বছরের ডিপ্লোমা ডিগ্রি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত। কম্পিউটারের হার্ডওয়্যার, ডাটাবেজ সফটওয়্যার, ওয়েব সাইট ও মাইক্রোসফট অফিস পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।

 

শর্তাবলি

ক।     আবেদনপত্রে (১) প্রার্থীর নাম (২) পিতা/স্বামীর নাম (৩) মাতার নাম (৪) স্থায়ী ঠিকানা (৫) বর্তমান ঠিকানা (৬) নিজ জেলা (৭) জাতীয়তা (৮) ধর্ম (৯) জ���্ম তারিখ (১০) বয়স (০১ নভে���্বর ২০১৪ তারিখে) (১১) অভিজ্ঞতা (যদি থাকে) (১২) বিশেষ কোটা (যদি থাকে) (১৩) মোবাইল নম্বর (১৪) শিক্ষাগত যোগ্যতার বিবরণ নিুলিখিত ছকে উল্লেখ করতে হবে।

পরীক্ষার নাম

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়

প্রাপ্ত বিভাগ/শ্রেণি/জিপিএ

উত্তীর্ণ হওয়ার বছর

০১

০২

০৩

০৪

০৫

খ।     প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ ও অভিজ্ঞতা সার্টিফিকেটের কপি, বাংলাদেশী নাগরিকত্বের সার্টিফিকেট এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ০১ (এক) কপি চারিত্রিক প্রশংসাপত্র অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

গ।     আবেদনকারীকে (ক্রমিক ১ হতে ১৪) আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়/পদের জন্য শ���ক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র/ Appeared সনদপত্র/প্রবেশপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে দিতে হবে। তবে মৌখিক পরীক্ষার সময় নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের মূল সনদপত্র অবশ্যই উপস্থাপন করতে হবে।

ঘ।     আবেদনকারী প্রার্থীর বয়স ০১ নভেম্বর ২০১৪ তারিখে অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। অত্র কলেজে নিয়মিত চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ০১ নভেম্বর ২০১৪ তারিখে বয়স ৪০ বছরের ঊর্ধ্বে হবে না। বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয়।

ঙ।     মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীর বয়স ০১ নভেম্বর ২০১৪ তারিখে ৩২ (বত্রিশ) বছরের ঊর্ধ্বে হবে না। মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী মুক্তিযোদ্ধা কোটাভুক্ত কি-না এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

চ।     চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়।

 

ছ।     আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অধ্যক্ষ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা  বরাবর প্রভাষক ও গ্রন্থাগারিক পদের ক্ষেত্রে ৪০০ (চারশত) টাকা এবং অন্যান্য পদের ক্ষেত্রে ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।

 

জ।     সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট পদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ছাড়াও কলেজ প্রদত��ত অন্যান্য ভাতা এবং সুবিধাদি প্রদান করা হবে।

 

ঝ।     আগামী ২০ ডিসেম্বর ২০১৪ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অধ্যক্ষ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭  ঠিকানায় পৌঁছাতে হবে। কলেজ অফিসে কোনো আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

ঞ।     নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে প্রার্থীর নাম ও ঠিকানা সংবলিত ১০/- (দশ) টাকার ডাক টিকিট লাগানো ১০.৫" × ৪.৫" সাইজের একটি খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় অবহিত করা হবে। এছাড়া কলেজ ওয়েবসাইট www.drmc.edu.bd তে এ সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে। 

ট।     কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ অত্র বিজ্ঞপ্তির পরিবর্তন, সংশোধন অথবা বাতিলকরণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ দায়ী হবেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।